1. themeneed.com@gmail.com : Mbnewstv.com :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
মাতৃভাষা দিবস উপলক্ষে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। রাজনগরের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। জনপ্রিয় “ইত্যাদি” অনুষ্ঠান এবার মৌলভীবাজারে। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান।  তফশীল ঘোষনাকে স্বাগত জানিয়ে রাজনগরের ফতেপুরে আনন্দ মিছিল। সোনাপুর উচ্চ বিদ্যালয়ে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিবাভক সমাবেশ অনুষ্টিত। সিলেট বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হলেন এস আই সওকত মাসুদ ভূইয়া। রাজনগরে নগদ অর্থ ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ ৭ জুয়ারী গ্রেফতার। রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক প্রতারক গ্রেফতার। রাজনগরে পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৪ জন গ্রেফতার। 
সংবাদ শিরোনাম:
মাতৃভাষা দিবস উপলক্ষে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। রাজনগরের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। জনপ্রিয় “ইত্যাদি” অনুষ্ঠান এবার মৌলভীবাজারে। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান।  তফশীল ঘোষনাকে স্বাগত জানিয়ে রাজনগরের ফতেপুরে আনন্দ মিছিল। সোনাপুর উচ্চ বিদ্যালয়ে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিবাভক সমাবেশ অনুষ্টিত। সিলেট বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হলেন এস আই সওকত মাসুদ ভূইয়া। রাজনগরে নগদ অর্থ ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ ৭ জুয়ারী গ্রেফতার। রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক প্রতারক গ্রেফতার। রাজনগরে পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৪ জন গ্রেফতার। 

বাঁশখালী হত্যার ১৭ বছর: বিচারের অপেক্ষা আর কত?

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ১৭২ বার ভিউ

২০১৯ সালের ২৩ জুন উচ্চ আদালত মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়ার পর পেরিয়ে গেছে ১৬টি মাস। কিন্তু বিচার শেষ হওয়া তো দূরের কথা অর্ধশতের বেশি সাক্ষীর অর্ধেকের বেশি সাক্ষ্য এখনও নেওয়া হয়নি। এত দিনেও বিচার না পেয়ে নিরাশ পরিবারটির সদস্যরা।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে গান পাউডার ছড়িয়ে আগুনে পুড়িয়ে নারী-শিশুসহ ১১ জনকে হত্যা করা হয়।
নিহতরা হলেন- তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল শীল (৬০), ছেলে অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২), অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭) ও চার দিন বয়সী কার্তিক শীল, তেজেন্দ্র শীলের ভাইয়ের মেয়ে বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), অ্যানি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা আত্মীয় দেবেন্দ্র শীল (৭২)।
সেদিন অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়া তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল পরে বাদি হয়ে মামলা করেন। এরপর ১৭ বছর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিমল।
বিচার পাওয়া নিয়ে হতাশার কথা জানিয়ে বিমল শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। হিমশিম খেয়ে যাচ্ছি। কোনো সহযোগিতাও পাচ্ছি না। সরকার যদি মামলা পরিচালনার ভার নিত।
“বছর ঘুরলে শুধু পত্র পত্রিকায় লেখালেখি হয়, এটুকুই। কেউ আর খবরও নেয় না। মা-বাবা হারালাম। আর অবশিষ্ট কিছুই নেই।”
শুরু থেকে এই মামলার বিচারের দাবিতে সরব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০১-২০০৬ এই সময়ে দেশে যে কয়টি লোমহর্ষক ঘটনা ঘটেছিল তার মধ্যে বাঁশখালীর এই হত্যাকাণ্ড একটি। কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি।
“অনতিবিলম্বে বাঁশখালী ১১ হত্যা মামলার বিচার জাতি দেখতে চায়। ইতিমধ্যে ভুক্তভোগীরা হতাশ হয়ে পড়েছেন। তারা জীবদ্দশায় বিচার পাবে না বলে আশঙ্কা করছেন।”
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সাক্ষী হাজির করতে না পারায় এবং প্রায় আট মাস ধরে সংশ্লিষ্ট আদালতের বিচারকের পদ খালি থাকায় বিচার কাজ শেষ করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2023 Mbnewstv.com
Desing & Developed BY ThemeNeed.com