শেখ নজরুল ইসলামঃ ফলাফল যাই হোক, হয়তো সেটা বিবেচ্য ছিল না। ভোটে অংশ নেওয়ার আ-গেই, জীবন প্রদীপ নিভে গেলো, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউপির, ৩ নং ওয়ার্ডের আব্দুল্লাহ পুর গ্রামের ইউপি মেম্বার প্রার্থী মোঃ হারুনুর রশিদ হারুনের।
চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচন কে ঘিরে ভোটের উত্তাপ গ্রামীণ জনপদ, প্রার্থী’রা ছুটে চলছেন ভোটারদের দুয়ারে। নির্বাচনের আর মাত্র কয়দিন বাকি, সোমবার রাতে দিনব্যাপী প্রচারণা শেষে রাতের খাবার খেতে বসলে, বুকে ব্যাথা অনুভব করেন, তখন তাঁকে ডাক্তারের কাছে নেওয়ার পথে, মৃত্যুর কোলে ঢলে পড়েন, আপেল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ হারুন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে তার অকাল মৃত্যুতে, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, দানাজায় অংশগ্রহণ করেন ফতেপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আমির আলী ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বখতিয়ার উদ্দিন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
Leave a Reply