শেখ নজরুল ইসলামঃ মৌলভীবাজারের রাজনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার উদ্দ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর শনিবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, ফজলুর রহমানের সভাপতিত্বে, মাদ্রাসার সুপার, মাওঃ গৌছুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর-মৌলভীবাজার-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ফতেপুর ইউপির চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাশ, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওঃমুফতি বশির আহমদ, মাওঃ সৈয়দ মুহিত উদ্দিন , মাওঃ আবুল কালাম শিবলু।
হাজারো আশিকানে রাসূলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মুবারক র্যালী। এ র্যালীতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গনে প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র জনতা জমায়েত হন। র্যালী পরবর্তী আলোচনা সভায় মহানবী (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর-রাজনগর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এম,পি বলেন- রাসূল( সাঃ) এর আদর্শই আমাদের জন্য উওম আদর্শ। নবীজির আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াবী কামিয়াব ও আখেরাতের কল্যান ও মক্তি অর্জন করা সম্ভব হবে।
অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওঃমুফতি বশির আহমদ, রাসূল (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক তুল ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ মুহিত উদ্দিন , মাওঃ আবুল কালাম শিবলু। মাদ্রাসার উন্নয়ন মূলক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাশ। অনুষ্ঠানে গরিব ও এতিম ছাত্র- ছাত্রীদের মধ্যে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়।
Leave a Reply