জয়নুল আবেদীনঃ মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফতেপুর এলাকার হাওর কাউয়া দিঘি ধোলাই বিলের পাশে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মুনিয়ার পার গ্রামের সুন্দর মিয়া ও একি গ্রামের সোহেল মিয়া’র মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ-রি জেরধরে জমি’র ধান কাটা কে কেন্দ্র করে, উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ, ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সুন্দর মিয়া’র লোকজনের অবস্থা আশংকাজনক হলে, তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম।
Leave a Reply