রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে একামধু ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ৩ মে) সকাল ১১টায় টেংরা ইউনিয়ন পরিষদের হল রুমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আপ্তাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী। একামধু ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, প্রবাসী আরজান খান জাপান, ইউপি সদস্য সামছুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক রাজনগর বার্তার সম্পাদক আক্তার হোসেন সাগর, সামাজকর্মী ও সাংবাধিক আলীম আল মুনিম প্রমূখ। এসময় উপজেলার টেংরা ইউনিয়নের অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, লবণ, দুধ, ছোলা, মটর, ডাল ইত্যাদি দিয়ে প্যাকেজ বিতরণ করা হয়।
Leave a Reply