শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছাত্রলীগের উদ্যোগে শুরু হলো জয়বাংলা ফ্রী বাইক সার্ভিস। জরুরি চিকিৎসা, ঔষধ ও খাদ্য সেবা মানুষের দুয়ারে পৌঁছে দেবার লক্ষ্যে এই ফ্রী বাইক সার্ভিস চালু করা হয়েছে।
১৬ এপ্রিল শুক্রবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে জয়বাংলা ফ্রী বাইক সার্ভিস’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও
জয়বাংলা ফ্রী বাইক সার্ভিস’র সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী নূরউদ্দিন আহমেদ ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার দিকে গুরুত্ব দেন।
জয়বাংলা ফ্রী বাইক সার্ভিসের সমন্বয়ক নূরউদ্দীন জানায়, তাদের সেবাসমূহের মধ্যে থাকবে -জরুরী ঔষধ সেবা, চিকিৎসা সেবা এবং জরুরী খাদ্যসেবা পরিবহন। তাদের হটলাইন নাম্বারে কল করলেই স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাবে মানুষের দরজায়।
হটলাইন নাম্বার সমূহ-
০১৭১০৭৩৭৩৫৫ (নূর উদ্দিন)
০১৭০৩৭২২৫০০ (ফয়সাল)
০১৭০৮৮০৭২২৫ (শিবুল)
০১৬১২০১৫০০০ (ছামিন)
০১৭২৮৮৯৫৭৬৯ (নাহিদ)
Leave a Reply